বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৬ এপ্রিল ২০২৪ ১৭ : ২০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রামনবমীর আগের দিন বাংলায় এসে তৃণমূলকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বালুরঘাটের সভা থেকে মোদি জানিয়ে গেলেন রামনবমী রোখার জন্য তৃণমূল সব রকমের ষড়যন্ত্র করেছে। রামনবমীর মিছিলে গত বারের গণ্ডগোল নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। ফলে, এবার নিবার্চনের আগে সতর্ক রয়েছে দুই দলই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এদিন সতর্ক করে দেন রামনবমী ওদের সংঘর্ষ করার দিন। প্ররোচনায় কেউ কান দেবেন না। গালাগালি দিলেও এড়িয়ে যাবেন।
মুখ্যমন্ত্রীর এই সতর্কবার্তার বিরুদ্ধেই এদিন বালুরঘাটের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করেন মোদি। বলেন, “আমি জানি, তৃণমূল প্রত্যেকবারের মতো এখানে রামনবমী আটকানোর জন্য সব ষড়যন্ত্র করেছে, কিন্তু জয় সত্যেরই হয়েছে। এই কারণে আদালতের থেকে অনুমতি মিলেছে। রামনবমীর শোভাযাত্রা বের হবে।" রায়গঞ্জ থেকেও রামনবমী নিয়ে মুখ খোলেন মোদি। বলেন, "এখানে রামনবমীর অনুমতি পেতে গেলে কোর্টে যেতে হয়। তৃণমূল অনুমতি দেয় শুধু মিছিলে পাথর ছোঁড়ার।"